পুরানো ওড়না দিয়ে নতুন স্টাইলের তিনটি জামা তৈরির উপায়!
সালোয়ার কামিজকে আরো বেশি আরামদায়ক এবং আকর্ষণীয় করে তোলে ওড়না। নানা রঙের নানান কাজে নানান রকমের ওড়না কিনতে পাওয়া যায়। থ্রি পিসের ওড়না ছাড়াও আলাদাভাবে ওড়না কিনতে পাওয়া যায়। প্রায় সময় দেখা যায় থ্রি পিস পরার অযোগ্য হয়ে গেছে কিন্তু ওড়নাটি একদম নতুনের মতো রয়েছে। আর তখন এই ওড়না পড়ে থাকে অবহেলায়। পুরানো ওড়না দিয়ে তৈরি করতে পারবেন দারুন তিনটি জামা যা আপনার সৌন্দর্যকে দেবে নতুন মাত্রা।
প্রথম স্টাইল –
১। প্রথমে একটি পছন্দসই পুরাতন ওড়না খুঁজে বের করুন। এবার এটিকে দুই ভাঁজ করে গলা থেকে পা পর্যন্ত মাপ দিয়ে দিন। হাঁটু পর্যন্ত বা আরেকটু লম্বা (যতটুকু লম্বা করতে চান) একটি চক দিয়ে দাগ কেটে রাখুন।
২। চকের দাগ দেওয়া নিচের অংশটুকু কাঁচি দিয়ে কেটে ফেলুন।
৩। ওড়নার দুইপাশে হাতার অংশ বের করে চক দিয়ে মার্ক করে রাখুন। যে অংশটুকু হাতা সেটি বাদ দিয়ে তার নিচের অংশটু সেলাই করে ফেলুন। হাতার অংশটুকু বাদ দিয়ে সম্পূর্ণ অংশটুকু সেলাই করে নিন।
৪। এবার মাঝখান বরাবর কেটে ফেলুন। ওড়নার চারপাশে ভাঁজ করে সেলাই করুন। পছন্দ মতো লেস লাগিয়ে নিন ওড়নার নিচে এবং কোনে।
৫। দেখুন কী দারুন একটি কোটি তৈরি হয়ে গেছে।
দ্বিতীয় স্টাইল –
১। ওড়না লম্বা করে দুই ভাঁজ করে নিন। এর চারপাশে সমান করে হিজাব পিন লাগিয়ে রাখুন।
২। এটি আরো দুই ভাঁজ করে কোনার অংশটি চক দিয়ে মার্ক করুন।
৩। একটি টপস বা কুর্তার ওড়না উপর রেখে মাপ দিয়ে গলাটি এঁকে নিন। ওড়নাটি আবার চার ভাঁজ করুন। আঁকা গলার অংশটুকু কেটে ফেলুন।
৪। ওড়না আবার দুই ভাঁজ করে গলা বরাবর দাগ টানুন। ভিডিও অনুযায়ী মাপমতো ওড়নাটি সেলাই করুন।
৫। গলার অংশটুকু লেস দিয়ে সেলাই করে নিন।
৬। স্টাইলিশ এই শ্রাগ কামিজের সাথেও ব্যবহার করতে পারবেন।
তৃতীয় স্টাইল –
১। প্রথমে ওড়না দুই ভাঁজ করে নিন। ফতুয়া বা কুর্তার মাপ দিয়ে ওড়নার নিচের অংশ কেটে ফেলুন।
২। ভাঁজ করা ওড়নার মাঝখানে ফতুয়া রেখে গলাটি এঁকে ফেলুন।
৩। এরপর ভিডিওতে দেওয়া মাপ অনুযায়ী চক দিয়ে এঁকে সেলাই করে ফেলুন।
৪। ব্যস হয়ে গেলো ফতুয়া তৈরি।