অপেক্ষা ছিল ১ উইকেটের। দল আগে ব্যাটিং করায় প্রথম দিনে বল হাতে নেওয়ার সুযোগ পাননি। দ্বিতীয় দিনের শেষ বিকেলে বোলিং করতে পারেন মাত্র তিন ওভার। আজ তৃতীয় দিনে ফুরাল অপেক্ষা। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়লেন আব্দুর রাজ্জাক।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে বিকেএসপিতে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে বুধবার ম্যাচের তৃতীয় দিন মাইলফলক ছুঁয়েছেন রাজ্জাক। ওয়ালটন সেন্ট্রাল জোনের ওপেনার সাদমান ইসলামকে এলবিডব্লিউ করে ৫০০ উইকেট পূর্ণ করেন ৩৫ বছর বয়সি বাঁহাতি এই স্পিনার।

১১৩ ম্যাচে ৫০০ উইকেট নিলেন রাজ্জাক। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ৩২ বার। এটিও প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ। এ ছাড়া ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৮ বার।