দাদাগিরিতে আসছেন রানী মুখার্জি
একজন হলেন বলিউডের রানী, আরেকজন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বলিউড ও ক্রিকেট দুনিয়ার দোস্তির কথা সবারই জানা। এবার ছোট পর্দায় রিয়ালিটি শো দাদাগিরিতে বলিউড ও ক্রিকেট দুনিয়ার দুই কিংবদন্তি রানী মুখার্জি ও সৌরভ গাঙ্গুলি মুখোমুখি হবেন। রানী এবং সৌরভ দুজনেই বাঙালি। এই দুজনকে কোনো রিয়ালিটি শোতে এবারই প্রথমবারের মতো দেখা যাবে। নতুন ছবি ‘হিচকি’র প্রচারণার উদ্দেশ্যেই দাদাগিরিতে আসছেন রানী। জানা গেছে, এরই মধ্যে রানী দাদাগিরির বিশেষ পর্বের শুটিংয়ের জন্য কলকাতার উদ্দেশে রওনা হয়ে গেছেন।
জি বাংলা চ্যানেলের এক সূত্র জানায়, ‘রানী ও সৌরভ দুজনেই কিংবদন্তি। এ পর্যন্ত যতগুলো পর্ব আমরা রেকর্ড করেছি, তার মধ্যে এটাই সবচেয়ে অসাধারণ। এখানে সৌরভ রানীকে তার মুক্তির অপেক্ষায় থাকা ছবি হিচকি নিয়ে কথা বলবেন। রানীকে তার সত্যিকার জীবনের হিচকি বা দুর্বলতা নিয়ে জিজ্ঞাসা করবেন সৌরভ। রানীও সৌরভকে একই বিষয়ে প্রশ্ন করবেন। শোর মধ্যে এটাই সবচেয়ে আকর্ষণীয় হবে যে আমরা সৌরভদার হিচকি সম্পর্কে জানতে পারব। আমরা নিশ্চিত বড়সড় তথ্যই ফাঁস হবে সেখানে।’ সিদ্ধার্থ পি মালহোত্রার নির্মিত এই ছবিটি মুক্তি পাবে ২৩ ফেব্রুয়ারি। তবে দাদাগিরির বিশেষ এই পর্ব কবে সম্প্রচার করা হবে তা জানানো হয়নি।